রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র্যাব। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ৬১৯ গ্রাম ১ হাজার ৪৫৮ পুরিয়া হেরোইন, ১ হাজার ২৯০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৩০০ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৪৯টি মামলা করা হয়েছে। র্যাব-৩ সূত্র জানায়, গতকাল দক্ষিণ যাত্রাবাড়ীর মাছ বাজার এলাকা থেকে আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন