রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বার্সার জার্সিতে চাইনিজ নাম!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১১ পিএম

কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার খেলোয়াড়দের পরিহিত জার্সিতে চাইনিজ অক্ষরে নাম লেখা থাকবে বলে কাতালান জায়ান্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চাইনিজ নববর্ষকে শুভেচ্ছা জানানোর নিমিত্তে লা লিগার শীর্ষ দলটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম বার্সেলোনার জার্সিতে নতুন একটি ভাষায় নাম লেখা থাকবে। বিশেষ করে এশিয়ান মার্কেটে নিজেদের উপস্থিতির মাত্রা বাড়ানো ও স্থায়ী করতেই ক্লাবের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় চাইনিজ নববর্ষকে অভিনন্দন জানানো হয়েছে। ভিডিওতে অংশ নিয়েছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, মার্ক-আন্দ্রে টার স্টেগান, স্যামুয়েল উমতিতির মত তারকারা।
আগামী মৌসুমকে সামনে রেখে প্রাক মৌসুম ট্যুরে বার্সেলোনার চায়না ও জাপান সফরের কথা রয়েছে। এই বিষয়টিও এখানে গুরুত্ব পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন