বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

দূর্গনগরী মুনসীগন্জ

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৬ পিএম

একুশের বই মেলায় পাওয়া যাচ্ছ চমৎকার একটি ইতিহাস বই 'দূর্নগগরী মুন্সীগন্জ'।লেখক গোলাম আশরাফ খান উজ্জ্বল। তিনি দীর্ঘ দিন ধরে ইতিহাস নিয়ে লেখালেখি করে আসছেন।পৃ;১৪৪। বইতে দুর্লভ কিছু ছবি রয়েছে। ইতিহাস কাতর পাঠকদের বইটি ভাল লাগবে। তার মুখোমুখি হলে তিনি বলেন,এবিষয় নিয়ে কাজ করতে আমার ভাল লাগে।বহুদিন ধরে আমি মুন্সীগন্জের ইতিহাস নিয়ে কাজ করছি। তিনি আরো বলেন, আমাদের পাঠকদের বেশি করে ইতিহাস বই পড়া উচিৎ। ইতিহাস হল জাতির দর্পন।বের করেছে সিদ্দিকীয়া পাবলিকেশন্স।মূল্যঃ২৫০টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন