শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ০১ রবিউল সানী ১৪৪৬ হিজরী

ব্যবসা বাণিজ্য

এসবিএসি ব্যাংক-সিগ্যাল হোটেলের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও কক্সবাজারের সিগ্যাল হোটেলের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং সিগ্যাল হোটেলের সেলস্্ অ্যান্ড মার্কেটিং প্রধান মো. রাজিবুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, হেড অব ব্যাংকিং অপারেন্স আবু বায়জিদ শেখ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট, প্রিভিলিজ কার্ডধারী ও কর্মরতরা হোটেলের বিভিন্ন সেবায় ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন