রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিজেকেএসের আয়োজনে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এর আগে চারবার আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরগুলোর আয়োজনে ছিল চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। সাদার্ন, বিজিসি ট্রাস্ট, প্রিমিয়ার, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল, ইস্ট ডেল্টা ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট এই ছয়টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের মধ্যদিয়ে এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।
সরাসরি লীগ পদ্ধতিতে টুর্নামেন্টের সর্বমোট খেলা হবে ১৬টি। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অর্জনকারী দু’টি দল ফাইনালে চ্যাম্পিয়ন যুদ্ধে অবতীর্ণ হবে। টুর্নামেন্টের বাজেট ৫ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা। যার পুরোটাই স্পন্সর প্রতিষ্ঠান দখিনা বহন করছে। চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ৩০ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্স আপ ২০ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি পাবে। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এক হাজার টাকা থাকছে।
এমএ আজিজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গতকাল সিজেকেএস মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে ক্রিকেট সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর এ তথ্য জানান। টুর্নামেন্টের আহ্বায়ক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন