রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাকিবের বিকল্প তাইজুল না মুমিনুল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিপিএল ফাইনালে বাঁহাতের অনামিকায় পাওয়া চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর দেয়া পুনর্বাসনের সময় ‘তিন সপ্তাহ’ তবে সাকিব নিজে বলেছেন সেটি ‘পাঁচ সপ্তাহে’ গিয়েও ঠেকতে পারে। সেক্ষেত্রে শুধু ওয়ানডে নয়, নিউজিল্যান্ড সফরই শেষ হয়ে যেতে পারে টেস্ট অধিনায়কের। দু’দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার বিকল্প কারো নাম বলতে পারেনি বিসিবি। তবে কি আগের দিন বলা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথাই ঠিক হচ্ছে?
সাকিবের নিউজিল্যান্ড সফর নিয়ে সাবেক এই অধিনায়ক বলেছিলেন, ‘ওর বিকল্প পাওয়া সত্যিই কঠিন। যদি সেরকম কোন শঙ্কা উঁকি দেয় (টেস্ট সিরিজেও না পাওয়া) সেক্ষেত্রে একজন স্পিনারকেই আমরা পাঠাবো।’
আগামী পরশু থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। হাতে সময় নেই বললেই চলে। বাঁহাতি স্পিনারের গুরুত্ব বিবেচনায় তার বিকল্প গতকালও পরিষ্কার কিছু বলতে পারেননি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা এখনো নিউজিল্যান্ডের পথে। তিনি পৌঁছে কোচের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় যদি মনে করেন সাকিবের বিকল্প প্রয়োজন তাহলেই কাউকে পাঠানো হবে। সেই ক্ষেত্রে দু একদিনের মধ্যেই তাইজুল ইসলাম নিউজিল্যান্ডের বিমানে চাপবেন। আর সেটা না হলে মুমিনুল হককে দিয়ে আপদকালীন কাজ চালিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন বাশার, ‘আমরা এখনো সাকিবের বিকল্প ঠিক করিনি। মাশরাফি নিউজিল্যান্ড পৌঁছে পরিস্থিতি বিবেচনা করে যদি ওর বিকল্প চায় তাহলে দু একদিনের মধ্যেই তাইজুলকে পাঠাবো। আর না চাইলে ওখানে মুমিনুল আছে। তাছাড়া আমাদের দুজনও অফস্পিনার মেহেদি হাসান মিরাজ এবং নাঈম হাসানতো আছেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন