পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার এবং তার দেওয়া তথ্য অনুসারে অস্ত্র উদ্ধার করেছে। সন্দেহভাজন অভিযুক্ত আব্দুল্লাহ আল বাকি ওরফে আরজুকে ঈশ্বরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর সড়ক থেকে রবিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয় বলে জানান , থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী। এই গ্রেফতারের পর সোমবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিং এ পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার মুল পরিকল্পনাকারী ধৃত আরজু । তার দেওয়া তথ্য অনুসারে ঈশ্বরদী রূপপুরস্থ তার বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়। সূত্র মতে, গ্রেফতারকৃত আরজু রূপপুর দক্ষিণপাড়াস্থ মৃত এমদাদুল হকের পুত্র এবং তিনি ঈশ্বরদী যুবলীগের সাবেক সহ-সভাপতি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন