রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রুবেল চৌকিদার (২৮) নামে এক রং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেলের বড় ভাই আবদুল মজিদ জানান, রুবেল দোকানে-দোকানে রং সাপ্লাই দিতেন। দুপুরে যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে কুতুবখালী এলাকায় পৌঁছালে বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী জানান, বাসের ধাক্কায় রুবেলের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন