শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দিল্লির হোটেলে অগ্নিকান্ডে শিশুসহ প্রাণহানি ১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক হোটেলে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় আগুন লেগে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। ভোরবেলা হওয়ায় এ সময় হোটেলে থাকা অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে দিল্লির কারোল বাগের হোটেল আরপিত প্যালেসে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে দুই ডজনেরও বেশি গাড়ি নিয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপণ কর্মীরা। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাÐের কারণ জানা যায়নি। অগ্নিকাÐের পর পাঁচজনকে উদ্ধার করে লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আরএমএল হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন