শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম দিনটা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৪৬ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংধ্বসে পড়া দক্ষিণ আফ্রিকাকে দুইশোর্ধো রানের পুঁজি এনে দিয়েছেন কুইন্টন ডি কক। জবাবে ভালো শুরু করেছে শ্রীলঙ্কা। দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান। প্রথম ইনিংসে এখনো লঙ্কানরা পিছিয়ে ১৮৬ রানে।
ডারবানে বুধবার থেকে শুরু হওয়া ম্যাচে টস জিতে বল বেছে নেয় সফরকারী শ্রীলঙ্কা। এর যথার্থতা প্রমাণ করেন বিশ্ব ফার্নান্ডো-সুরেঙ্গা লাকমল-কাসুন রাজিথারা। মাত্র ১৭ রানেই স্বাগতিকরা হারায় ৩ উইকেট। ৭২ রানের জুটিতে প্রথমিক ধাক্কা সামাল দেন ফাফ ডু প্লেসিস (৪৭) ও টিম্বা বাভুমা (৩৫)। ২১ রানের ব্যবধানে ফেরেন দুজনই। এরপর এক প্রান্ত আগলে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যান ডি কক। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৯৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮০ রান করে আউট হন দলীয় সংগ্রহ তখন ২৩৫। চা বিরতির খানিক পরেই ৬০ ওভারের মধ্যে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। ৬২ রানে ৪ উইকেট নেন ফার্নান্ডো, ৬৮ রানে ৩টি নেন রাজিথা।
অলোক স্বল্পতার কারণে দিনের খেলা আগেভাগেই শেষ করতে হয়। ১৫ বল খেলো শূণ্য রানে আউট হন থিরিমান্নে। ২৮ রানে ব্যাটে আছেন দিমুথ করুনারতে, ১৭ রানে ওশাদা ফার্নান্ডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন