শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন জয়লাভ করেছেন। গত মঙ্গলবার রাত ১২টায় প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন । আওয়ামী পন্থী শিক্ষকদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. দীপেন দেবনাথ, কোষাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক মুহিবুল আলম, যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন এবং সদস্য পদে অধ্যাপক ড. মো. আব্দুল গণি, সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, ড. মো. আশরাফুজ্জামান ও চৌধুরী আব্দুল্লাহ আল বাকী বিজয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সদস্য পদে অধ্যাপক ড. মো. জহির বিন আলম ও অধ্যাপক আমিনা পারভীন বিজয়ী হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন