শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আগুনে পুড়ল শিশু

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রামু উপজেলার চাকমারকুলে আগুনে একটি বাড়ি পুড়ে এক শিশু নিঘু হয়েছে। চাকমারকুল ইউনিয়নের আলী হোসেন সিকদার পাড়ার রমজান আলীর পুত্র মোহাম্মদ ইসলাম মিস্ত্রির বাড়িটি পুড়ে যায়। এ সময় তার দেড় বছরের শিশু কন্যা হুনাইসা আকতার ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ও বাড়িটি সম্প‚র্ণ ভষ্মীভ‚ত হয়েছে।
গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে বুধবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। রামু ফায়ার সার্ভিসের অফিস প্রধান নিবাস বড়–য়া মুঠোফোনে এ প্রতিবেদককে এ খবর জানিয়েছেন। পুড়ে যাওয়া হুনাইসাকে বাড়িতে ঘুম পাড়িয়ে তার মা পরিবারের কাজে বের হলে বাড়িতে আগুন ধরে বাড়ি ও শিশু কন্যা পুড়ে যায়। রামু ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন