শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে বাস খাদে পড়ে নিহত ২

রাজবাড়ী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৫ এএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেল দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দিগ্রাম থানার পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মিলন হোসেন (২২) ও কাতেব আলীর ছেলে জামাল হোসেন (২৫)। নিহতরা মাগুড়া জেলা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছিলো।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন