দ্বিতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন বাদ আছর রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে পিএইচপি কুরআনের আলো ও বাংলাদেশ ক্বারি সমিতির যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি বজলুল হক হারুন এমপি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। অনুষ্ঠানে মিসর, তানজানিয়া, ভারত, ইরান, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারিগণ তেলায়াত করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন