শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৫১ পিএম

ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এ্যাসোসিয়েশন জেলা শাখা বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ। এতে সংগঠনের ঝিনাইদহ জেলা আহবায়ক কুষ্টিয়া আমলা সরকারী কলেজের অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু, সংগঠনের সদস্য যশোর রুপালী ব্যাংকের জোনাল হেড মো: ইমান আলী, মাগুরা জেলার যুগ্ম-জেলা ও দায়রা জজ শাজাহান আলী, ঝিনাইদহ যুগ্ম-জেলা ও দায়রা জজ আব্দুল মতিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। তারা স্মৃতিচারণের পাশাপাশি বলেন, ঝিনাইদহ জেলার অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে কর্মজীবনে সরকার-বেসরকারী গুরুত্বপূর্ণ খাতে দক্ষতার সাথে দায়িত্বপালন করে দেশ পরিচালনায় ভূমিকা রাখছে। স্মৃতি চারণ শেষে মধ্যাহ্ন ভোজ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জনপ্রশাসন, পুলিশ ও র‌্যাবের জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন