শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:১৪ পিএম

২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে আগ্রহী আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনিয়েরা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের ইচ্ছার কথা জানায় মরক্কো, স্পেন ও পর্তুগাল। একই ইচ্ছা প্রকাশ করে গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া ও রোমানিয়াও। এবার আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ের মধ্যে সফল আলোচনা হয়েছে বলে টুইটারে জানান পিনিয়েরা, ‘আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনিয়েরা, প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে প্রার্থিতা উপস্থাপন করতে রাজি হয়েছেন।’
আসছে ২০২২ বিশ্বকাপের আসর বসবে কাতারে। পরের আসর অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন