স্পোর্টস রিপোর্টার : দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ফুটবলার আইনুল হকের পাশে এসে দাঁড়িয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। তারা আইনুলের চিকিৎসার ব্যয়ভার তুলে নিয়েছে। দেশের স্বনামধন্য এই শিল্প প্রতিষ্ঠানটি আইনুলের চিকিৎসার খরচ যোগাতে তাকে ৫ লাখ টাকা দিয়েছে। সাইফ পাওয়ারটেকের কর্নধার ও চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার মোঃ রুহুল আমিন গতকাল এই আইনুলের হাতে তুলে দেন। এসময় রুহুল আমিন মিডিয়াকে বলেন,‘আমরা চেষ্টা করছি দুস্থ ও অসুস্থ খেলোয়াড়দের পাশে এসে দাঁড়াতে। আইনুলের মতো যারা অসুস্থ রয়েছেন পর্যায়ক্রমে তাদেরকেও সহযোগিতা করবো আমরা। এই তালিকায় এখন আছেন ক্যান্সারে আক্রান্ত আরেক সাবেক ফুটবলার কাজী ইকরামুল বাশার। খুব শিঘ্রই তাকে সহযোগিতা দেবো আমরা।’ তিনি আরো বলেন,‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উচিত খেলোয়াড়দের জন্য একটি কল্যাণ তহবিল গড়া। যেখানকার অর্থ দিয়ে সুস্থ ও অসুস্থ খেলোয়াড়দের সহযোগিতা করা যেতে পারে। আমি বাফুফেকে এ ব্যাপারে এগিয়ে আসতে আহবান জানাচ্ছি।’ এদিকে আইনুলের চিকিৎসার খরচ নির্বাহের জন্য গতকাল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবও এক লাখ টাকা প্রদান করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন