আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
বাংলাদেশ-দ.আফ্রিকা, চট্টগ্রাম
টস : বাংলাদেশ অ-১৯
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
সাইফ ক ভেরেনি ব মুল্ডার ৬ ৩১ ১ ০
পিনাক রানআউট ৪৩ ৫১ ৪ ২
জয়রাজ ক ভেরেনি ৪৬ ৫০ ৬ ১
শান্ত বোল্ড মুল্ডার ৭৩ ৮২ ৪ ৩
মিরাজ ক লুডিক ব ডি জর্জি ২৩ ৩৮ ৩ ০
জাকির বোল্ড মুল্ডার ১৯ ২৫ ০ ০
সাঈদ ক মুনসামি ব সিপামলা ৪ ৪ ১ ০
সাইফুদ্দিন অপরাজিত ১৭ ১৬ ০ ০
সঞ্জিত অপরাজিত ২ ৩ ০ ০
অতিরিক্ত (বা ১, লেবা ২, ও ৫) ৭
মোট (৭ উইকেট, ৫০ ওভার) ২৪০
উইকেট পতন : ১-৩০ (সাইফ), ২-৭৪ (পিনাক), ৩-১০৩ (জয়রাজ), ৪-১৬২ (মিরাজ), ৫-২০৭ (জাকির), ৬-২১৬ (সাঈদ), ৭-২৩৪ (শান্ত)
বোলিং : গ্যালিয়েন ৮-২-৩২-০, ফিলান্ডার ৪-১-২০-০, মুল্ডার ৯-০-৪২-৩, সিপামলা ৯-০-৪৭-১, হোয়াইটহেড ১০-০-৪৪-১, লুডিক ৩-০-১৯-০, জর্জি ৭-০-৩৪-১
দ.আফ্রিকা ইনিংস রান বল ৪ ৬
স্মিথ ক মিরাজ ব শাওন ১০০ ১৪৬ ৯ ১
ভেরেনি ক সাইফ ব মিরাজ ১ ৪ ০ ০
মুল্ডার বোল্ড সাইফুদ্দিন ৮ ১৫ ১ ০
জর্জি বোল্ড সাইফুদ্দিন ৮ ২২ ০ ০
মুনস্যামি এলবি ব সাঈদ ৫ ১৫ ০ ০
গালিয়েম বোল্ড সাঈদ ২২ ৩৬ ০ ০
সায়ানভালা ক সাইফুদ্দিন ব মিরাজ ১৭ ২৪ ১ ০
লুডিক ক সাইফ ব শাওন ৫ ৭ ০ ০
ফিলান্ডার এলবি ব সাইফুদ্দিন ৬ ৮ ০ ০
হোয়াইটহেড ক শান্ত ব মিরাজ ১৩ ১৩ ১ ০
শিপামলা অপরাজিত ১ ২ ০ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৩, ও ৪) ১১
মোট (অলআউট, ৪৮.৪ ওভার) ১৯৭
উইকেট পতন : ১-৫ (ভেরেনি), ২-২৭ (মুল্ডার), ৩-৪৪ (জর্জি), ৪-৬০ (মুনস্যামি), ৫-১১২ (গালিয়েম), ৬-১৬০ (সায়ানভালা), ৭-১৭৭ (স্মিথ), ৮-১৭৮ (লুডিক), ৯-১৯৫ (ফিলান্ডার), ১০-১৯৭ (হেয়াইটহেড)
বোলিং : মিরাজ ৯.৪-২-৩৭-৩, হালিম ৪-০-১৭-০, সাইফুদ্দিন ৭-০-৩০-৩, সাঈদ ১০-০-৩৯-২, শাওন ১০-০-৩৭-২, সঞ্জিত ৪-০-৩০-০
ফল : বাংলাদেশ ৪৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : নাজমুল হাসেন শান্ত (বাংলাদেশ)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন