শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

মোহাম্মদ মোশারফ হোসেন উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : মোহাম্মদ মোশারফ হোসেন উত্তরা ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী মোশারফ হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছিলমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্সসহ এম.কম ডিগ্রী অর্জন করেন।মোশারফ হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারী অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের প্রধান ও প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগ, ঋণ বিভাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, সংস্থাপন বিভাগ, ট্রেজারী বিভাগ, গ্রীন ব্যাংকিং ডিপার্টমেন্ট ও রিসার্চ এ্যান্ড প্লানিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেন এবং পরবর্তীতে তিনি ব্যাংকের ‘হেড অব ক্রেডিট’ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের ‘প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও)’ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি বিভন্ন সময় থাইল্যান্ড, শ্রীলংকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সউদী আরব, ইতালীসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন