স্পোর্টস রিপোর্টার : হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের সুপার সিনিয়র গ্রুপে (৯ হোল বিভাগ) চ্যাম্পিয়ন হয়েছেন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস.এম. নূরুল আলম রেজভী। টুর্নামেন্টের ৯ হোল লেডিস গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যানের সহধর্মিণী সুলতানা পারভীন লাকী। সাভার গলফ ক্লাব অডিটোরিয়ামে তার হাতে পুরস্কার তুলে দেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিব ও নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) শফিকুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন