ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফে ফাল্গুনের তিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার বাদ জোহর শুরু হয়েছে। পীর ছাহেব হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিন দিনের এ মাহফিলের সূচনা করেন।
বরিশাল মহানগহরী থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে কির্তনখোলা নদী তীরে তিন দিনের এ মাহফিলে সারা দেশের কয়েক লাখ মুসুল্লী অংশ গ্রহন করছে। দরবার সংলগ্ন সাহেবের হাট নদীর বিশ্বাসের হাট এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে এলজিইডি সেতু নির্মান করায় চরমোনাই দরবার বরিশাল মহানগরী সহ সারা দেশের সাথে সড়ক পথে সংযূক্ত হয়েছে। ফলে মুসুল্লীদের এ দরবারে পৌছার পথ সুগম হয়েছে এবার। এখনো দেশের বিভিন্ন এলাকা থেকে মুসুল্লীদের আগমন অব্যাহত রয়েছে। আজ ও কাল দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগন চরমোনাই দরবার শরিফের এ মাহফিলে বয়ান করবেন।
শনিবার বাদ ফজর পীর ছাহেবের বিদায়ী বয়ানের পরে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন