শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিজিবি ভলিবলে চ্যাম্পিয়ন যশোর

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : বর্ডার গার্ড বাংলাদেশ’র ৪টি রিজিয়ন এবং ঢাকা সেক্টর দলের বিজিবি ভলিবল-২০১৬ প্রতিযোগিতায় রংপুর রিজিয়ন ভলিবল দলকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর রিজিয়ন। বিজিবি সেক্টর সদর দপ্তর খুলনার তত্ত্বাবধায়নে এবং ২১নং ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নমমেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গতকাল। শ্রেষ্ঠ নির্বাচিত খেলোয়াড় হয়েছেন সিপাহী মোঃ তরিকুল ইসলাম এবং নবীন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোঃ আবুল মনসুর। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ খলিলুর রহমান, ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুর রহিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন