মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

চকবাজার ট্র্যাজেডি নিউজিল্যান্ড থেকে ক্রিকেটারদের সমবেদনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৫২ পিএম

মহান শহীদ দিবসে শোকের আবহ আরও বাড়িয়ে দিয়েছে চকবাজার ট্র্যাজেডি। এই শোকে শোকাহত নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররাও। বিভিন্নভাবে তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। এই ট্র্যাজেডি উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন ক্রিকেটাররা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তারা। আহতদের আশু সুস্থতাও কামনা করেন তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় এমনিতে খেলোয়াড়দের মনটা খারাপ। সেই কষ্টকে এক লহমায় ভুলিয়ে দিয়ে চকবাজারে নিহত-আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেসবুকে লিখেছেন, ‘চকবাজারে ক্ষতিগ্রস্তদের অবস্থা আমরা বুঝতে পারছি। তাদের প্রতি আমার দোয়া এবং শোক। মহান আল্লাহ রাব্বুল আলামীন এই শোক সইবার শক্তি দান করুন, আমীন।’
ইনজুরির কারণে নিউজল্যান্ড সফরে যেতে না পারা টাইগার পেসার তাসকিন আহমেদ রেখেছেন সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত। লিখেছেন, ‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে আসুন। আমিও আছি। চকবাজার অগ্নিকান্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’
টেস্ট স্কোয়াডে থাকা বাংলাদেশের রানমেশিন খ্যাত মুমিনুল হক লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। এই স্বল্প সময়ে প্রতিটিক্ষনই পরীক্ষা ক্ষেত্র, এটাই জীবনের সবচেয়ে বড় সত্য।’ এরপরই পবিত্র আল-কোরআনের আয়াত উদৃতি করে লিখেছেন, ‘প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘চকবাজার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ তাদের এই শোক বইবার শক্তি দান করুন।’
তৃতীয় ওয়ানডেতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া সাব্বির রহমান এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন।
চকবাজারের কেমিক্যালের গোডাউনে লাগা আগুনের ঘটনায় মরদেহের সংখ্যা বাড়ছেই। সর্বশেষ হিসাব অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ঢামেক হাসপাতালের মর্গে জমা হয়েছে ৮১টি মরদেহ। গতকাল রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। ভয়াবহ এ দুর্ঘটনার হতাহতদের তথ্য জানার জন্য হটলাইন নম্বর ৯৫৫৬০১৪ চালু করেছে ডিএসসিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন