শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাজাই তাণ্ডবে রেকর্ড বইয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

কেনিয়ার বিপক্ষে জোহানেসবার্গে ২০০৭ সালে শ্রীলঙ্কা করেছিল ৬ উইকেটে ২৬০ রান। টি-টোয়েন্টিতে সেটা ছিল দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৬ সালে শ্রীলঙ্কার মাটিতে সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।

গ্লেন ম্যাক্সওয়েলের ৬৫ বলে ৯ ছক্কা ও ১৪ চারে করা ১৪৫ রানে ভর করে ৩ উইকেটে ২৬৩ রান করেছিল অজিরা। সেটা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান। আজ শনিবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে আফগানিস্তান। ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

এমন রেকর্ড রান তোলার ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাই। তিনি ৬২ বলে ১১ চার ও ১৬ ছক্কায় করেছেন অপরাজিত ১৬২ রান। তার সঙ্গে ৪৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করেছেন উসমান গনী। উদ্বোধনী জুটিতে তারা দুজন রেকর্ড ২৩৬ রান তুলেছেন।

এ যাত্রায় তারা ভেঙে দিয়েছেন অ্যারোন ফিঞ্চ ও ডার্চি শর্টের উদ্বোধনী জুটিতে গড়া রেকর্ড। ২০১৮ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিঞ্চ ও শর্ট উদ্বোধনী জুটিতে তুলেছিলেন রেকর্ড ২২৩ রান। এদিন জাজাই আর গনী করেছেন ২৩৬ রান।

অসম্ভব কিছু ছিল না। শেষ ১২ বলে মাত্র ১৬ রান করলেই হতো। কিন্তু জাজাই সে সুযোগ পেলে তো! প্রথম ১১ বলে মাত্র ১ বল পেয়েছিলেন, তাতে এল ১ রান। একদম শেষ বলে আবার স্ট্রাইক পেয়েছেন, তাতে মারলেন ৪। তাতে জাজাইয়ের স্কোর গিয়ে দাঁড়াল ১৬২তে। টি-টোয়েন্টিতে!

শেষ দিকে অন্য ব্যাটসম্যানদের ‘অসহযোগিতায়’ আর রেকর্ড গড়া হলো না জাজাইয়ের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের ১৭২ রানই তাই রেকর্ড হিসেবে টিকে রইল। কিন্তু তার দলের রেকর্ডটা টিকল না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Nafiz Newaz ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
বাংলাদেশ ছাড়া সব দেশই ভালো করবে। রাজনীতি করলে কি আর খেলা যায়।
Total Reply(0)
RATUL_AHMED ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
just mind blowing :O what an innings!!!!!!!!!!!!!!!!!!!!!!
Total Reply(0)
নাম প্রকাশে অনিচ্ছুক ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
Afghanistan will win world cup before BD.
Total Reply(0)
Sabbir Hossain ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
অবিশ্বাস্য জাজাই। মোহাম্মাদ নবি রেকর্ডটা জানলে টি-টোয়েন্টির সবকিছুই আজ নতুন করে লিখতে হত।
Total Reply(0)
রিদওয়ান বিবেক ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
জাজাইয়ের কল্যাণে ভারতের নামও রেকর্ডবুকে ঢুকে গেলো।
Total Reply(0)
Avijit Dey ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০১ এএম says : 0
I am so glad for Afghan Cricket team. Bangladesh should learn from them.
Total Reply(0)
RATUL_AHMED ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০২ এএম says : 0
আফগানিস্তানের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টি বাংলাওয়াস এর কথা মনে আছেতো ??
Total Reply(0)
mmh ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০২ এএম says : 0
like to see Afganistan instead of India in World Cup !
Total Reply(0)
Md Rubel rana ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:১০ পিএম says : 0
Awesome innigs
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন