সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ডময় ম্যাচে আফগানিস্তানের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩২ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ডের পশরা সাজিয়ে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। হযরতউল্লাহ জাজাইয়ের রেকর্ড সেঞ্চুরিতে ভর করে আফগানরা দাঁড় করায় ২৭৮ রানের রেকর্ড সংগ্রহ। যা তাড়া করতে নেমে ১৯৪ রানে থামে আইরিশদের ইনিংস।

আফগানিস্তানের ২৭৮ রানের জবাবে শুরুটা দুর্দান্ত করেছিল আয়ারল্যান্ডও। উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারেই ১২৬ করেন পল স্টার্লিং এবং কেভিন ওব্রায়েন। ২টি করে চার-ছক্কার মারে ২৫ বলে ৩৭ রান করে আউট হন ওব্রায়েন।

জাজাইয়ের সেঞ্চুরির জবাবে স্টার্লিংও সম্ভাবনা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু তিনি থামেন ব্যক্তিগত ৯১ রানের মাথায়। ১২টি চারের সঙ্গে ২ ছক্কার মারে ৫০ বলে এ রান করেন তিনি। শেষের দিকের ব্যাটসম্যানরা কেউই তেমন কিছু করতে না পারায় ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

বল হাতে আফগানিস্তানের পক্ষে আবারও জ্বলে ওঠেন রশিদ খান। ৪ ওভারের স্পেলে মাত্র ২৫ রানে ৪টি উইকেট নেন তিনি। এছাড়া মুজিব-উর-রহমান এবং ফরিদ আহমেদ নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আফগানিস্তান। হযরতউল্লাহ জাজাই আর উসমান গনি উদ্বোধনী জুটিতেই তুলেন ২৩৬ রান। শুধু ওপেনিংয়ে নয়, টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

৪৮ বলে ৭৩ রান করে ইনিংসের ১৮তম ওভারে এসে আউট হন উসমান। পরের ওভারে শফিকুল্লাহও ফেরেন মাত্র ৭ রানে। শেষদিকে নেমে মোহাম্মদ নাবীও ৫ বলে ১৭ করে আউট হন। তবে জাজাইকে থামানো যায়নি।

৬২ বলে ১১ বাউন্ডারি আর ১৬টি ছক্কায় শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে তার চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড নেই।

আর ১৪ রান করতে পারলে সব ধরণের টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের ১৭৫ রানের বিশ্বরেকর্ডটিও ছাড়িয়ে যেতে পারতেন জাজাই।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ

১. আফগানিস্তান - ২৭৮/৩ বনাম আয়ারল্যান্ড, ২০১৯

২. অস্ট্রেলিয়া - ২৬৩/৩ বনাম শ্রীলঙ্কা, ২০১৬

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু - ২৬৩/৫ বনাম পুনে ওয়ারিয়র্স, ২০১৩

৪. নর্থ ওয়েস্ট - ২৬২/৪ বনাম লিম্পোপো, ২০১৮

৫. শ্রীলঙ্কা - ২৬০/৬ বনাম কেনিয়া, ২০০৭

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ

১. অ্যারন ফিঞ্চ - ১৭২ বনাম জিম্বাবুয়ে, ২০১৮

২. হযরতউল্লাহ জাজাই - ১৬২* বনাম আয়ারল্যান্ড, ২০১৯

৩. অ্যারন ফিঞ্চ - ১৫৬ বনাম ইংল্যান্ড, ২০১৩

৪. গ্লেন ম্যাক্সওয়েল - ১৪৫* বনাম শ্রীলঙ্কা ২০১৬

৫. এভিন লুইস - ১২৫* বনাম ভারত ২০১৭

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা

১. হযরতউল্লাহ জাজাই - ১৬ ছক্কা বনাম আয়ারল্যান্ড, ২০১৯

২. অ্যারন ফিঞ্চ - ১৪ ছক্কা বনাম ইংল্যান্ড, ২০১৩

৩. রিচার্ড লেভি - ১৩ ছক্কা বনাম নিউজিল্যান্ড, ২০১২

৪. এভিন লুইস - ১২ ছক্কা বনাম ভারত, ২০১৭

৫. ক্রিস গেইল - ১১ ছক্কা বনাম ইংল্যান্ড, ২০১৬

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি

১. হযরতুল্লাহ জাজাই ও উসমান গনি - ২৩৬ রান বনাম আয়ারল্যান্ড, ২০১৯

২. অ্যারন ফিঞ্চ ও ডি'আরকি শর্ট - ২২৩ বনাম জিম্বাবুয়ে, ২০১৮

৩. মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন - ১৭১* বনাম পাকিস্তান, ২০১৬

৪. গ্রায়েম স্মিথ ও লুটস বোসম্যান - ১৭০ বনাম ইংল্যান্ড ২০০৯

৫. মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা - ১৬৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১০

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ekram Hossain ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১:২১ পিএম says : 0
OK
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন