বহুল আলোচিত এবং প্রতিক্ষিত বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এনএসসি। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে বাহফে নির্বাচন। নির্বাচনে পাঁচ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দুই যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ১৯ সদস্য পদের জন্য লড়বেন প্রার্থীরা। ১০ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ১৯ মার্চ খসড়া ভোটারের উপর আপত্তি গ্রহণ, পরদিন আপত্তির শুনানির ও ২১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৪ ও ২৫ মার্চ মনোনয়ন পত্র বিতরণ করা হবে। ৩১ মার্চ মনোনয়ন পত্র জমা দেয়ার দিন। ২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার, ৪ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বাহফে নির্বাচনের প্রধান নির্বাচন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন