শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দুই বছর নিষিদ্ধ জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক সনাৎ জয়সুরিয়াকে ক্রিকেট সংশ্লিষ্ঠ সব ধরণের কাজ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট খেলা অনেক আগে ছেড়ে দিলেও বর্তমানে তিনি রাজনীতি করার পাশাপাশি ক্রিকেট সংগঠক হিসেবেও কাজ করছেন।
সাবেক লঙ্কান তারকা অবশ্য কোন দর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। আইসিসির দূর্নীতি বিরধি কাজে তিনি সহায়তা না করায় তার প্রতি এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তদন্তের কাজে তার কাছে পার্সনাল মোবাইল ও ল্যাবটপ চায় আইসিসি। কিন্তু সেখানে নিজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি রয়েছে জানিয়ে আইসিসিকে তদন্তে সহায়তা করেননি জয়সুরিয়া। যে কারণে তাকে ক্রিকেট থেকে ২ বছরের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। এই সময়ে ক্রিকেট সম্পর্কিত যাবতীয় সব কর্মকান্ডে নিষিদ্ধ থাকবেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ জয়সুরিয়া স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন