শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন সেই পাইলট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ৩:৩০ পিএম

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে হস্তান্তর করা হবে। আজ শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। 
 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 
 
এদিকে ছেলেকে ফিরিয়ে আনতে চেন্নাই থেকে প্লেনে দিল্লি পৌঁছেছেন অভিনন্দনের বাবা ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা চিকিৎসক শোভা বর্তমান। সেখান থেকে রওনা দেন অমৃতসরের উদ্দেশে। 
 
এনডিটিভি বলছে, পাকিস্তানে আটক অভিনন্দনের দাদাও একজন পাইলট ছিলেন; যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন