বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক নুরুল ইসলাম, বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিকাশ এর চীফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মোঃ মনিরুল ইসলাম এবং বিশ্বসাহিত্য কেন্দ্রর ডিরেক্টর শরিফ মোঃ মাসুদ এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর কল্যাণময় সরকার গতকাল বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ছাত্রছাত্রীদের মাঝে বই পড়া কর্মসূচীর উদ্বোধন করেন। স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বই পড়া কর্মসূচি ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এ সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৫,০০০ বই প্রদান করছে বাংলাদেশের অন্যতম প্রধান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ হতে প্রাপ্ত এই বই ৪০০টি স্কুলে ৩০,০০০ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে। এই বই পড়া কর্মসূচি ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত হবে। এই কর্মসূচীর আওতায় একজন শিক্ষার্থী বছরে ১২ থেকে ১৬ বই পড়ার সুযোগ পাবে। ২০১৪ সাল থেকেই বিকাশ এই বই পড়া কর্মসূচীর সাথে সম্পৃক্ত রয়েছে। ২০১৪ এবং ২০১৫ সালে বিকাশ এই কর্মসূচীর জন্য যথাক্রমে ৩৪,০০০ এবং ৩০,০০০ বই প্রদান করেছে। -
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন