বগুড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে বগুড়া শহরতলীর তিনমাথা থেকে পুর্ব দিকে শহরের প্রাণকেন্দ্র ফতেহ আলী ও রাজা বাজার পর্যন্ত এলাকার ৩শ’৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে । পাকা ও আধাপাকা স্থাপনার মধ্যে সরকারি দলের শ্রমিক সংগঠন থেকে অনেক প্রভাবশালী ব্যক্তিদের দোকানপাট , ব্যবসা প্রতিষ্ঠানও উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন , রেলের রাজশাহী বিভাগীয় রেলের স্টেট অফিসার মোঃ নুরুজ্জামান ।
উচ্ছেদ অভিযানে বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল সহ রেলের স্থানীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন