বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝিকুটিয়া ও বড় হাঙ্গিনা গ্রাম থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল অবমুক্ত করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. লুৎফুন নাহার নাজীম। গতকাল শনিবার তিনি সহকারি কমিশনার (ভূমি) মো. আল মামুন মিয়া, ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু ও স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে এ অভিযান চালান। জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড় হাঙ্গিনা গ্রামের মিজানুর রহমান সরকারি খাল দখল করে বলে একটি অভিযোগ এনে জেলা প্রশাসকের নিকট একটি আবেদন করেন। অপর পক্ষে ঝিকুটিয়া গ্রামের শাহজালাল মিঠু সরকারি জায়গা দখল করে মুরগির ফার্ম করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে উপজেলা প্রশাসনের নিকট আরেকটি অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. লুৎফুন নাহার নাজীমের হস্তক্ষেপে গতকাল শনিবার রাস্তা থেকে মুরগির ফার্মটি উচ্ছেদ করে খালটিও পানি চলাচলের জন্য অবমুক্ত করে দেন। এদিকে ঝিকুটিয়া গ্রামের স্বপন ও ফরিদ মিয়া, বাবুল মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন তাদের বসতঘরের সাথে মিজানুর রহমান মুরগির খামার করে তাদের থাকার ব্যবস্থা অনুপযোগী করে ফেলেছেন। অচিরেই তাদের তিন বাড়ীর সামনে থেকে মুরগির খামারগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন