রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লড়াইটা জিয়া-রেজার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজার কাছে প্রশ্নটি ছিল ডিপিএল টি-টোয়েন্টি শিরোপা জিততে চান? উত্তর দিতে গিয়ে প্রথমে আমতা আমতা করলেন। শেষতক যখন বলা শুরু করলেন তাতে একটিবারের জন্যও বললেন না, ‘আমরা জিততে চাই’ বা ‘জিতবো’। বরং বারবারই এগিয়ে রাখলেন প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। কেন? উত্তর দিতে গিয়ে দুইবার বললেন, ‘ওদের জিয়া ভাই আছেন’। সাথে আরো কয়েকজনের কথা বলতে যাচ্ছিলেন কিন্তু নাম মনে না পড়ায় বলতে পারেননি।
আজ ফাইনাল। গতকাল সকাল থেকে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন সেরেছে প্রাইম দোলেশ্বর। শেখ জামাল শুরু করেছে দুপুর ২টা থেকে। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় দুই দলের শক্তিমত্তার প্রসঙ্গটি অনুমিতভাবেই এলো। এবারও নিজেদের এগিয়ে রাখলেন না ফরহাদ রেজা। বরং শেখ জামালের সমান বলে দাবী করলেন দোলেশ্বর দলপতি, ‘দুইটা দলই সমান। টি-টোয়েন্টি খেলায় যেই দল যেদিন ভালো খেলবে, তারাই জিতবে।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি স¤প্রচার করবে গাজী টিভি। এছাড়া, র‌্যাবিটহোল স্পোর্টসেও দেখা যাবে ম্যাচটি। এই ম্যাচে নিজেদের ‘ফেভারিট’ দাবী করলেও মনের কোনে একটুখানি ভয় যে উঁকি দিচ্ছে তার উত্তর রেজার পরের কথাতেই বোঝা গেল, ‘আসলে ওরা অনেক ভালো টিম। শেষ দিকে ওরা অনেক ভালো খেলছেন। জিয়া ভাই আছেন, কিছু পাওয়ার প্লেয়ার আছে। আমরা অবশ্যই চাইবো আমাদের কাজগুলো ঠিক মতো করতে, দেখা যাক কি হয়। ওদের জিয়া ভাই আছেন, দুই তিনজন পাওয়ার প্লেয়ার আছে যারা হেভি হিট করতে পারে। বোলিংও ভালো আছে। শহিদুল আছে।’
কেন জিয়াউর রহমানের নাম বারবার তার (ফরহাদ রেজা) মুখে উচ্চারিত হয়েছে সেটা বুঝতে কারোই কষ্ট হওয়ার কথা নয়। গত শুক্রবার সেমিফাইনালের লড়াইয়ে জিয়াউর রহমানের ২৯ বলে ৭২ রানের টর্নেডো ইনিংসে শাইনপুকুরের দেয়া ১৮২ রানের দূর্গম পথ পাড়ি দিয়ে ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি স¤প্রচার করবে গাজী টিভি। এছাড়া, র‌্যাবিটহোল স্পোর্টসেও দেখা যাবে ম্যাচটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন