রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ৩:১০ এএম

 

প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে জিততেই হতো লিভারপুলকে। কিন্তু সাদিও মানে-মোহাম্মেদ সালাহরা এভারটনের বিপক্ষে জালের দেখাই পাননি। ম্যানচেস্টার সিটির পেছনে থেকেই তাই সন্তুষ্ট থাকতে হচ্ছে ইয়ুর্গুন ক্লপের দলকে।

গুডিসন পার্কে রোববার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আর তাতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির এক পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানে থাকা নিশ্চিত হয়।

মার্সিসাইড ডার্বিতে আধিপত্য বিস্তার করতে পারেনি কোন দলই। দুদল বিচ্ছিন্নভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও কেউই সফলতার মুখ দেখেনি। ডিসেম্বরে আনফিল্ডে জর্ডান পিকফোর্ডের ভুলে ডিভক অরিগির ৯৬তম মিনিটের গোলে জয় পেয়েছিল লিভারপুল। এবার ইংলিশ গোলরক্ষকের নৈপুণ্যেই মূল্যবান পয়েন্ট অর্জন করে স্বাগতিকরা। প্রথমার্ধে দুর্দান্তভাবে সালাহকে গোলবঞ্চিত করেন পিকফোর্ড।

বিরতির পর দারুণ ট্যাকলে সালাহকে গোল করতে দেননি মাইকেল কিন। আর পুরো ম্যাচে লিভারপুল গোলরক্ষককে তেমন কোন পরীক্ষা দিতে হয়নি।

একই রাতে চলতি বছরে প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে প্রথম জয়ের দেখা পেয়েছে চেলসি। পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল ফুলহামকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে মাউরিসিও সারির দল।

২৯ ম্যাচে ৭০ পয়েন্ট ইয়ুর্গুন ক্লপের দলের। শীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট ৭১। ৬১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৫৮ পয়েন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন