স্টাফ রিপোর্টার : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করলেই ব্র্যান্ড নিউ ওয়ালটন প্রিমো ডি৭ জেতার সুযোগ দিচ্ছে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ। সিম নিবন্ধন করে প্রতিদিন ২০০ এয়ারটেল গ্রাহক এই হ্যান্ডসেটটি জিততে পারবেন। এছাড়াও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করলে সব গ্রাহকই পাবেন নিশ্চিত ৫০ টাকার বোনাস টকটাইম। গতকাল (সোমবার) এয়ারটেলের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিম পুনঃনিবন্ধন নিয়ে এয়ারটেলের সচেতনতামূলক এবং প্রমোশনাল ক্যাম্পেইনের আওতায় পোস্টপেইড এবং প্রিপেইড গ্রাহকরা নিবন্ধন সম্পন্ন করলেই ওয়ালটন প্রিমো ডি৭ জিততে পারবেন। ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিদিন ২০০ জন গ্রাহক এই সুযোগ পাবেন। তবে এর জন্য কোন রিচার্জ, কথা বলা বা টাকা ব্যবহারের শর্ত থাকছে না। প্রত্যেকের জন্যই এই আকর্ষণীয় ফোনটি জেতার সমান সুযোগ থাকছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এয়ারটেল সিম নিবন্ধনের জন্য গ্রাহকদের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এবং সিম নিয়ে নিকটস্থ এয়ারটেল কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার খুঁজে পেতে *৮৮৮# ডায়াল করতে হবে। নিবন্ধনের পর এয়ারটেল গ্রাহকরা ২৪ ঘণ্টার মধ্যে হ্যান্ডসেট বিজয়ী গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে। বিজয়ী গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যে কাস্টমার কেয়ার সেন্টারে ০১৬৭৮৬০০৭৮৬ নম্বরে ফোন করে জানাতে হবে এবং হ্যান্ডসেটটি সংগ্রহ করতে হবে। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করলেই প্রত্যেক গ্রাহকই পাবেন ৫০ টাকার বোনাস টকটাইম। এই বোনাস টকটাইম ব্যবহার করা যাবে তিন দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন