অর্থনৈতিক রিপোর্টার : আসন্ন রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদারদেরকে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। চলাচলরত যানবাহন যেমন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার যাত্রীরাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন। প্রাথমিকভাবে শুক্রাবাদ বাসস্ট্যান্ড (উভয় পাশে) ও নিউমার্কেট এলাকায় (কাঁচা বাজার ঢোকার মুখে মিরপুর রোড) থেকে রোজার প্রতিদিন সন্ধ্যা ৬-২০ মি. থেকে সন্ধ্যা ৬-৪০ মি. পর্যন্ত সময়ে ১০ হাজার রোজাদার ব্যক্তিকে ইফতারের ব্যবস্থা করা হবে। আর্থিক সহযোগিতা পাওয়া গেলে ক্রমান্বয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হবে। কর্পোরেট সেক্টর ইফতারিতে তাদের প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করতে পারেন। এই কর্মসূচিতে যারা আর্থিক বা স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করতে চান তাদেরকে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ : ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ী নং-১৯, সড়ক নং-১২, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯, ইমেইল: ফধসনমফ@মসধরষ.পড়স, ফোন নম্বর : নজরুল ইসলাম-০১৭১১০৬৬৮০৮, আবদুল হাই : ০১৫৫২৪৬২৭৩৮, আনিসুল কবির জাসির : ০১৯১১৩৫১৬০৩। ফেসবুক : িি.িভধপবনড়ড়শ.পড়স/ফধস.নমফ.
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন