সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপির ৮ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৬:২৬ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি, আগের রাতে ব্যালটে সিল মারার অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। তাই বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ৮জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৫ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা ও মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি লিটন আহমেদ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মুয়ীন ফারুক, কমলগঞ্জ বিএনপি নেত্রী পারভীন আক্তার লিলি, চট্টগ্রামের লোহাগাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী, পটিয়া বিএনপি নেত্রী আফরোজা বেগম জোলি, চন্দনাইশ বিএনপি নেত্রী শাহ নেওয়াজ বেগম এবং বোয়ালখালী বিএনপি নেত্রী শাহিদা আকতার শেফুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন