সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বেড়েছে মূল্যস্ফীতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। অবশ্য গত বছরের ফেব্রুয়ারির তুলনায় তা কম। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭২ শতাংশ।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, আমাদের দৈনন্দিন মজুরি ২০০ থেকে ৩০০ টাকা। এ হারটা জানুয়ারিতে ছিল ৬ দশমিক ২১ শতাংশ, ফেব্রুয়ারিতে হয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। স্ট্রাইক বেড়েছে। যেহেতু আয় সামান্য বেড়েছে, তাই ব্যয়ও একটু বেড়েছে। ফলে মূল্যের ওপর চাপও একটু বেড়েছে।
তিনি আরও যোগ করেন, আবার উল্টো দিকে যদি দেখেন আয় বেড়েছে, কিছুটা সাশ্রয়ী হয়েছে। আয় বাড়লে ব্যয় বাড়বে। ব্যয় বাড়লে প্রেসার বাড়বে। যেহেতু আমার আয় বেড়েছে সে কারণে ওই প্রেসার সইবার মতো ক্ষমতাও আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন