মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কচুয়ায় বাম্পার ফলনেও বিপাকে আলু চাষিরা

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

অতিবৃষ্টি হলেও চাঁদপুরের কচুয়ায় আলু চাষীদের আলুর বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও দাম নিয়ে বিপাকে রয়েছে কৃষকরা। গতবছর আলু তোলার পূর্ব মুহূর্তে অনেক এলাকায় অতি বৃষ্টির ফলে শত শত মণ আলু নষ্টে হয়ে যায়। আর এই ক্ষতি কাটিয়ে উঠার স্বপ্নে বিভোর রয়েছে কৃষকরা। এ বছর কৃষকরা তাদের কাঙ্খিত ফলন হলেও অতি বৃষ্টির ফলে খরচ পুষিয়ে লাভের মুখ দেখেতে চান তারা।
কচুয়া পৌরসভাসহ ১২টি ইউনিয়নে মোট ২ হাজার ২শ’ ৬০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে। তন্মধ্যে অতি বৃষ্টির কারণে ২শ’ ৫০ হেক্টর আলুর জমি নষ্ট হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলু চাষীদের সাথে আলাপকালে তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক ও তৃপ্তির হাসি লক্ষ্য করা গেলেও দাম নিয়ে তারা খুবই বিপাকে রয়েছেন।
যদিও কোথাও কোথাও অধিকাংশ জমির আলু ঘরে তোলার কার্যক্রম শুরু হওয়ার পর টানা কয়েকদিন অতি বৃষ্টিতে ২শ’ ৫০ হেক্টর আলুর জমি নষ্ট হয়।
কচুয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসল চন্দ্র সরকার বলেন, কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দেয়া এবং আবহাওয়া অনুক‚লে থাকায় অন্যান্য শস্যের পাশাপাশি আলুর বাম্পার ফলনের সম্বাবনা রয়েছে। চলতি বছর আলুর দাম বৃদ্ধি পেলে হয়তবা তারা গত বছরের ক্ষতি পুষিয়ে লাভবান হবেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন