রাজধানীর নদ্দায় সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ তুর্য (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফারদিন খান নামে একজন আহত হয়েছে। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) আল হেলাল জানান, রাতে কোনো এক সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ঘটনাস্থলে একজন নিহত ও অপর একজন আহত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন