রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এগিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৯:০১ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে গতকাল ক্যারিবীয়ানদের ছুড়ে দেওয়া ১৬১ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই পূরণ করে ইংলিশরা।
টস হেরে ব্যাটে নামা উইন্ডোজের শুরুটা ভালো ছিল না। পাওয়ার প্লের মধ্যে ৩৭ রানে তারা হারায় ৩ উইকেট। গেইল করেন ১২ বলে ২ ছক্কায় ১৫। ব্রাভো-পুরান ৬৪ রানের জুটিতে ধাক্কা সামাল দিলেও বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি তারা। পুরান করেন সর্বোচ্চ ৩৭ বলে ৫৮। আর কোন ত্রিশোর্ধো ইনিংস নেই।৩৬ রানে ৪ উইকেট নিয়ে তাদের ইনিংসে বড় আঘাত হানেন টম কারান।
জবাবে জনি বেয়ারস্টোর ঝড়ো ইনিংসে সিরিজে এগিয়ে যাওয়া নিশ্চিত করে সফরকারীরা। ৪০ বলে ৯ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্বাগতিকদের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন শ্যালডন কটরেল।
আগামীকাল রাত দুইটায় সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬০/৮ (হোপ ৬, গেইল ১৫, হেটমায়ার ১৪, ব্রাভো ২৮, পুরান ৫৮, ব্র্যাথওয়েট ০, অ্যালেন ৮, হোল্ডার ৭, রার্স ১৩*; উইলি ০/২০, কারান ৪/৩৬, জর্ডান ২/১৬, রশিদ ১/১৫, প্লাঙ্কেট ০/৪৪, ডেনলি ১/২৮)।
ইংল্যান্ড : ১৮.৫ ওভারে ১৬১/৬ (হেলস ১১, বেয়ারস্টো ৬৮, রুট ০, মর্গ্যান ৮, ডেনলি ৩০, বিলিংস ১৮, উইলি ১*, কারান ২* ; কটরেল ৩/২৯, টমাস ০/১৮, নার্স ১/৩২, হোল্ডার ১/২৬, ব্র্যাথওয়েট ১/৩৩, অ্যালেন ০/৮)।
ফল : ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: জনি বেয়ারস্টো

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন