শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মাস্টার্স অ্যাথলেটিক্স শুরু আগামীকাল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বীর মুক্তিযোদ্ধা রজব আলী খান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় তৃতীয় জাতীয় আমন্ত্রণমূলক মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। এদিন বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো: হারুনুর রশীদ। এসময় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশ ডাক বিভাগ ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক মো: আমজাদ আলী খান।

দুই বাংলার ক্রীড়াঙ্গনে মিলনমেলা খ্যাত সাবেক অ্যাথলেটদের এই আসরে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বিজেএমসি, অ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক বাহিনীর এবং ভারতের পশ্চিমবঙ্গের ৫০ জন সহ প্রায় ৪০০ জন পুরুষ ও মহিলা সাবেক অ্যাথলেট এবং ১৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আসরে পুরুষদের ১০২ ও মহিলায় ৫৩ সহ মোট ১৫৫টি ইভেন্টে খেলা হবে। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নূরউদ্দিন নয়ন। গতকাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি নূরউদ্দিন নয়ন ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন