প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস। গতকাল ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গভবনে এক রাজকীয় আয়োজনে ভারতের নয়া হাই কমিশনারকে বরণ করেন প্রেসিডেন্ট। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সচিত্র টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মূলত পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন দিল্লীর পেশাদার কূটনীতিক রীভা গাঙ্গুলী। তিনি ১মার্চ থেকে ঢাকায় রয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রীভা গাঙ্গুলীর বিষয়ে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ঢাকায় আসার পূর্বে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) মহাপরিচালক ছিলেন। পেশাদার কূটনীতিক রীভা গাঙ্গুলী দাস ১৯৮৬ সালে ভারতীয় পররাষ্ট্র সেবায় যোগ দেন। তার আগে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন