শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রেসিডেন্টের জন্য রাস্তা আটকানো মানলেন না নেপালিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:২০ পিএম | আপডেট : ৪:৩৩ পিএম, ৮ মার্চ, ২০১৯

ভিআইপি যাবে, তাই রাস্তা বন্ধ। বিষয়টি এবার আর মানতে পারেননি নেপালের মানুষ। সহ্যের বাইরে চলে যাওয়ায় প্রতিবাদ জানালেন তারা। এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।
গত ৫ মার্চ, মঙ্গলবার সন্ধ্যার ঘটনা। রাষ্ট্রপতি বিদ্যা দেবি ভান্ডারি তাঁর বাসভবন মহারাজগঞ্জের শীতল নিবাস থেকে নেপালের সেনা সদরদপ্তরে যাবেন। এজন্য লাইনচুর থেকে ভদ্রকলি পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। এতে কয়েক কিলোমিটারব্যাপী যানজট ছড়িয়ে পড়ে।
 
৪০ মিনিট এই পরিস্থিতি গড়ানোর পর সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায়। প্রথমে মৌখিক প্রতিবাদ, এরপর হর্ন বাজিয়ে আটকে থাকা সব মোটরসাইকেল আরোহীরা বাধা উপেক্ষা করে চলতে শুরু করেন। এসময় অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে ট্রাফিক পুলিশও। এই ঘটনাই ভিডিও করেছেন দেশটির একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন