‘খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ছিলেন হযরত রাসূলুল্লাহর (সা.) হিজরতের সময় সাওর পর্বতের গুহার সাথী ও হিজরত পরবর্তী জিহাদের সহযোদ্ধা। ইসলাম প্রচারে দূরদর্শিতা, সত্যবাদিতা, ন্যায়পরায়নতা ও অসাধারণ ত্যাগের জন্য তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী’।
গত শুক্রবার নগরীর বায়েজীদ খলিল শাহ কলন্দর (রহঃ) জামে মসজিদে আয়োজিত ইসলামের প্রথম খলীফা সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) স্মরণে বার্ষিক ফাতিহা মাহফিলে আলোচকগণ একথা বলেন। এ উপলক্ষে খতমে কোরআন, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (সাঃ), খতমে গাউসিয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। এতে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদীস আল্লামা মুফতী মুহাম্মদ ওবাইদুল হক নঈমী।
বক্তব্য রাখেন কুলগাঁও আল আমিন হাশেমী দরবারের আল্লামা কাযী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমী, নাজির জামেয়া জামে মসজিদের খতিব আল্লামা এ এ এম জোবাইর রজভী, ক্বারী মোহাম্মদ ই্ব্রাহিম, মাওলানা ছৈয়দ মোহাম্মদ ইউনুছ রেজভী, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ আলকাদেরী, মাওলানা সৈয়্যদ মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ। মাহফিলে দেশের শান্তি, বিশ্বের মজলুম মুসলমানদের কল্যাণ কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন