শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সোনাকান্দা দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র অস্তমিত

মো. ছলিম উল্লাহ খাঁন সোনাকান্দা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও সোনাকান্দা দারুল হুদা বহুমূখী কামিল মাদরাসার ভাগ্যাকাশ থেকে উজ্জল নক্ষত্র অস্তমিত হয়ে গেল। কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও সোনাকান্দা দারুল হুদা বহুমূখী কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা পীর আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফী (রহ.) এর ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন শাহছূফী আলহাজ মাওলানা আব্দুল কদ্দুস ফারুকী ওয়াল মক্কী। তিনি গত ৭ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হন। ভক্তরা তাকে দ্রুত রাজধানীর গুলশানে ইউনাইটেট হাসপাতালে ভর্তি করেন। ৪দিন চিকিৎসা শেষে গতকাল বিকালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহছুফী আলহাজ মাওলানা আব্দুল কদ্দুস ফারুকী ওয়াল মক্কী (রহ.) ১৯৪৫ সালে কুমিল্লা সোনাকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পাশ করে ঢাকা আলিয়া মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে কামিল পাশ করেন। ১৯৭৭ সালে তিনি পবিত্র মক্কা শরীফ গমন করেন। ১৯৮৬সালে বাংলাদেশে এসে সৈয়দ আরশাদ আলী খানের কন্যা সৈয়দা তাসনীম খানমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুনরায় পবিত্র মক্কা শরীফে সস্ত্রীক গমন করেন এবং স্থায়ী ভাবে সেখানে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৯ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তার ২ জন কন্যা ছারছীনা দরবার শরীফের বড় শাহ সাহেব ও ছোট শাহ সাহেবের সহধর্মিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
তরিকুল ইসলাম ১১ মার্চ, ২০১৯, ১০:৪৫ এএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Total Reply(0)
মুহম্মাদ আশরাফ আলী ১১ মার্চ, ২০১৯, ১০:৪৬ এএম says : 0
আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক
Total Reply(0)
নুরুল আমিন ১১ মার্চ, ২০১৯, ১০:৪৮ এএম says : 0
তার রূহের মাগফিরাত কামনা করছি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন