বিশেষ সংবাদদাতা : প্রস্তাবটা বিসিবিকে দিয়েছে রবি এক্সিওটা আরো প্রায় ৬ মাস আগে। টিম স্পন্সর স্বত্ব তাদের বলেই জাতীয় দলের সকল ক্রিকেটার এবং সাপোটির্ং স্টাফকে বিনা মূল্যে রবি দিতে চায় সর্বাধুনিক প্রযুক্তির আইফোন সিক্স। বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার ২০০ টাকা মূল্যের ৩২টি আইফোন সিক্স দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি, তা বিসিবির সভায় পরিচালনা পরিষদ হয়েছে অবহিত। শুধু জাতীয় দলের জন্যই তাদের এই খাতে অর্থায়নের পরিমাণ দাঁড়াবে ২৭ লাখ ৬৪ হাজার টাকা। শুধুই এই অফারটিই নয়, বাংলাদেশ ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের জন্য তারা ৩০ শতাংশ হ্রাসকৃত মূল্যে স্যামসাং এস সিক্স দিতে আগ্রহী, সেটাও জানিয়ে দিয়েছে। শুধু ক্রিকেটারদের আকৃষ্ট করার মতো অফারই নয়, বিসিবির পরিচালনা পরিষদের সকল সদস্যকে আইফোন সিক্স ৩০ শতাংশ হ্রাসকৃত মূল্যে প্রতিষ্ঠানটি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিসিবির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫০টি এস ফোর হ্যান্ডসেট ২০ শতাংশ হ্রাসকৃত মূল্যে দিতে চায় রবি। ক্রিকেট দলের জন্য ২৭ লাখ ২৬ হাজার ৪০০ টাকার হ্যান্ডসেট বিনামূল্যে দিতে ইচ্ছুক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল, বিসিবির পরিচালনা পরিষদ এবং বিসিবির চাকুরেদের জন্য শুধু হ্যান্ডসেট খাতে ৫৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা ডিসকাউন্ট দিতে আগ্রহী। খোঁজ নিয়ে জানা গেছে তা। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পন্সরশিপ স্বত্ব যখন ছিল গ্রামীণফোনের, তখন পুরো বিসিবির টেলিকম পার্টনারই ছিল ওই মোবাইল অপারেটর। এখনো তা আছে বহাল। এবার রবি সেই জায়গাটি পাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন