মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আখাউড়ায় আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকের ওপর হামলা

১ লাখ ৮৩ হাজার টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৩:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন বাবুলের ওপর হামলা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ ১লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। গত মঙ্গলবার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কে উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। এব্যাপারে মঙ্গলবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন ঘটনার শিকার ওই ব্যবসায়ী। মনির হোসেন বাবুল জানান, তিনি সেখানে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছিলেন পাথর ব্যবসার বিষয়ে কথা বলতে। সেখান থেকে বের হয়ে মোটর সাইকেলে উঠার সময় তার ওপর হামলা হয়। প্রথমে এসে একজন তার মোটর সাইকেলের চাবি ছিনিয়ে নেয়। এরপর আরো কয়েকজন এসে অতর্কিতে হামলা করে। এসময় তিনি মোটর সাইকেল থেকে নিচে পড়ে যান। হামলাকারীদের মধ্যে শাহিন ও দেবাশীষ ঘোষ হ্নদয়কে প্রত্যক্ষদর্শীরা চিনতে পেরেছে বলে বাবুল জানান। পরে তিনি শফিকুল ইসলামের নাম ধরে ডাকতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে কি কারনে তার ওপর হামলা সেটি তিনি জানেননা। রাতে থানায় তিনি একটি অভিযোগ দেন। এসময় এলাকার কয়েক’শ লোক তার সঙ্গে থানায় যান। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, টাকা ছিনতাই করার বিষয়টি আমি জানিনা। তার সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে আর মোটর সাইকেলের চাবি নিয়ে গেছে। তিনি যে অভিযোগ দিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন