অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড এনার্জী প্লাস বিস্কুট বাজারে নিয়ে এলো মালাই ক্রীম স্বাদের নতুন বিস্কুট, এতে রয়েছে মালাই ক্রীমের জাদু যা ভোক্তা সাধারণকে বিস্কুট খাওয়ায় এনে দিবে নতুন স্বাদ এবং চমৎকার অনুভূতি। বাংলাদেশে এটিই প্রথম মালাই ক্রীম স্বাদের বিস্কুট। নতুন অলিম্পিক এনার্জী প্লাস মালাই ক্রীম বিস্কুট বাজারজাতকরণ প্রসঙ্গে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেল্স এন্ড মার্কেটিং) কাজী তৌহিদুজ্জামান বলেন, আমরা সব সময় সচেষ্ট রয়েছি ক্রেতাদের হাতে নতুন নতুন স্বাদের বিস্কুট তুলে দিতে। তারই ধারাবাহিকতায় আমরা এবার মালাই ক্রীম স্বাদের বিস্কুট এনেছি এবং পরীক্ষামূলক বাজারজাতকরণের শুরুতেই ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিস্কুটটির দারুণ স্বাদ ও আকর্ষণীয় মোড়ক ভোক্তা কর্তৃক দারুণভাবে প্রশংসিত হয়েছে। অলিম্পিক এনার্জি প্লাস মালাই ক্রিম বিস্কুটের প্রতিটি প্যাকের ওজন ৪৫ গ্রাম এবং খুচরা মূল্য ১০ টাকা মাত্র। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের বৃহত্তম বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বিস্কুট উৎপাদন ও প্যাকেজিং-এর ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় অলিম্পিক বিস্কুট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড (আইএসও) ২২০০০ সনদ অর্জন করেছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড উৎপাদিত বিস্কুটের মধ্যে রয়েছে অলিম্পিক এনার্জি প্লাস, নাটি, টিপ, মিল্ক প্লাস, বাটার বাইট, টুইঙ্কেল টুইঙ্কেল, টিম টিম, জিরা, ডাইজেস্টিভ, এলাচি প্লাস, মিল্ক মেরী, হাইলাক্স, লেক্সাস, কোকোনাট প্লাস, ড্রাই কেক, চকো ফিস্ট, বাদামী কুকিজ, নামকিন, ইকো ইত্যাদি। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন