শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

এক্মি ল্যাবরেটরিজের আইপিও’র লটারি ড্র

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

দি এক্মি ল্যাবরেটরিজ লি: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র ঢাকার দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), মিলনায়তনে গত ১৫ মে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আফজালুর রহমান সিন্হা, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিন্হা এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি:, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লি: (সিডিবিএল), ইস্যু ম্যানেজার, রেজিস্ট্রারার টু দি ইস্যু, পোস্ট ইস্যু ম্যানেজার এর প্রতিনিধি,  শেয়ারহোল্ডার, বিপুল সংখ্যক সম্মানিত বিনিয়োগকারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতঃপূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, বুকবিল্ডিং পদ্ধতি অনুসরণ করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৫,০০,০০,০০০ সাধারণ শেয়ার ইস্যুর সম্মতি জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যম-িত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন