শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছারছীনা পীর সাহেবের তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি

নিউজিল্যান্ডে মুসলিমদের উপর হামলা

ছারছীনা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

নিউজিল্যান্ডের মসজিদে মুসলমানের উপর হামলায় ছারছীনা পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন।
পীর সাহেব গত শুক্রবার জুমার নামাজের প্রস্তুতিকালে শান্তি প্রিয় মুসলিমদের উপর উগ্রবাদী খৃষ্টিয় জঙ্গি সন্ত্রাসীর বর্বর হামলায় ৪৯ জন নিরিহ মুসলিম হত্যার পিছনের অশুভ শক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জাতিসংঘের প্রতি দাবি জানান। মুসলমানদের উপরে এই ধরনের হামলা তথা আক্রমণের দ্বারা ঘৃণা বিদ্বেষ প্রকাশ আজকে নতুন নয়। সেই সাড়ে ছয়শত বছর আগে স্পেনের গ্রানাডায় মুসলমানদেরকে মসজিদের ভিতরে নিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল।
ইহুদিরা ফিলিস্তিনিদের এভাবেই হত্যা করছে গত কয়েক দশক ধরে। বসনিয়ায় লাখ লাখ মুসলমানকে হত্যা করা হলো নারীদেরকে ধর্ষণ করা হলো রাষ্ট্রীয় আগ্রাসন চালিয়ে। সন্ত্রাসী হামলা করে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া ধ্বংস করে দিল। এসবের কোন বিচার হয় নাই। প্রকৃতপক্ষে এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একই ঘটনার ধারাবাহিকতা মাত্র।
ছারছীনা পীর সাহেব এই বর্বর হামলার প্রতিবাদে বিশ্ব মুসলিম উম্মাহকে এক কাতারে শামিল হওয়ার আহŸান জানান। এছাড়াও তিনি এই বর্বর হামলায় নিহত শহিদদের রূহের মাগফেরাত কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন